আজ বিশ্ব শান্তি দিবস
আন্তর্জাতিক ডেস্ক :
আজ ২১ সেপ্টেম্বর ‘বিশ্ব শান্তি দিবস’। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘একসঙ্গে শান্তিকে গড়ি’।
শান্তির আদর্শকে স্মরণ ও শক্তিশালী করার জন্য ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক শান্তি দিবস পালনের ঘোষণা দেয়। শুরু থেকে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন শুরুর দিনটিতে দিবসটি পালিত হয়ে এলেও ২০০১ সাল থেকে প্রতিবছর ২১ সেপ্টেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত হয়।
এ উপলক্ষে আজ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শান্তির ঘণ্টা বাজাবেন। তিনি বিশ্বের সব অঞ্চলের মানুষের জন্য শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন।
চলতি মহামারির কারণে এবার শান্তির পদযাত্রা ও সম্মিলিত শপথ অনুষ্ঠানের আয়োজন হচ্ছে না। তাই জাতিসংঘ সাধারণ পরিষদ থেকে সামাজিক মাধ্যমে বিশ্ব শান্তি দিবসের প্রতীক ব্যবহারের জন্য আহ্বান জানানো হয়েছে।