স্ত্রীকে করোনা পজিটিভ বলে বান্ধবীকে নিয়ে পলায়ন
আন্তর্জাতিক ডেস্ক:
ঘরে স্ত্রী থাকা স্বত্বেও নতুন বান্ধবীর সঙ্গে সংসার পাতেন এক যুবক। আর এ জন্য স্ত্রী’কে ফোন করে মিথ্যে গল্প শুনিয়ে পালিয়ে যান তিনি। সম্প্রতি মুম্বাইয়ে ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, নভি মুম্বাইয়ের বাসিন্দা ওই যুবক গত ২৪ জুলাই স্ত্রী’কে ফোন করে বলেন তিনি করোনা পজিটিভ। আর বাঁচবেন না। এরপর স্ত্রী কোনও প্রশ্ন করার আগেই ফোন কেটে দেন ওই যুবক। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান।
উপায় না পেয়ে ওই যুবকের স্ত্রী নিজের ভাইকে গোটা ঘটনা খুলে বলে সাহায্য চান। পরের দিন পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নামে পুলিশ। এর মধ্যেই মুম্বাইয়ের ভাসি এলাকা থেকে উদ্ধার হয় ওই যুবকের বাইক, হেলমেট, চাবি ও ব্যাগ । কিন্তু আর কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ।
অবশেষে ওই যুবকের ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াচাড়া করতেই বেরিয়ে আসে তার নতুন সম্পর্কের কথা। জানা যায়, ওই যুবকের বান্ধবী ইন্দোরের বাসিন্দা। এরপরেই সেখানে যায় মুম্বাই পুলিশ। হাতেনাতে ধরা পড়ে যান যুবক।
সূত্র: নিউজ-১৮