সুলতানপুর বড় বাজারে এমপি রবির পক্ষ থেকে মাস্ক বিতরণ করলেন আব্দুর রহিম বাবু
মাহফিজুল ইসলাম আককাজ:
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রহিম বাবু।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুলতানপুর বড় বাজারে করোনার সংক্রমণ রোধে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে ৩ হাজার মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আসাদুজ্জামান, বিনা ভান্ডারের বাবু, মো. আব্দুল হাকিম, মো. রজব, শরিফুল ইসলাম, আরাফাত, আসাদুল, নুরুল আমিন বাবু, মো. আব্দুল হামিদ হামে. মোন্তেজ, রাজিব, আসাদ, সুমন, পার্টনার, খোকন, শাহাজান ও মুরাদ প্রমুখ। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করলে করোনার সংক্রমণ রোধ করা সম্ভব। সেক্রণে পথচারী ও ব্যবসায়ীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক বিতরণকে পথচারী ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।