একদিনেই ৩ লাখের বেশি আক্রান্ত, মৃত্যু ৫৮০৯
অনলাইন ডেস্ক:
বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ তিন লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় তিন লাখ ১০ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন পাঁচ হাজার ৮০৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ লাখ ১৯ হাজার ৭০৩ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ১৬৪ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮ লাখ ৮১ হাজারের বেশি।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২০২ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৬৫৪ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ লাখ ৫৭ হাজার।
একদিনে এক হাজার ৯৪ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৯৭ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ৬৬ লাখ ৩৬ হাজারের বেশি সংক্রমিত।
গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ অর্থাৎ ৮৯৯ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। নতুন ৪৪ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৪২ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।