সাতক্ষীরা তালায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা তালার খলিষখালীতে সাপের কামড়ে আলেয়া বেগম( ৫০) এক গৃহবধুর মৃত্যু হয়েছে । ঐ গৃহবধু উপজেলার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের ফজর আলী শেখের স্ত্রী ও ইউনিয়ন কৃষিকর্মকর্তা সালাম শেখের মা। ব্যাক্তিগত জীবনে তিনি ৫ সন্তানের জননী ছিলেন।
জানা য়ায়, আজ মঙ্গলবার (৮সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বসতবাড়ির রান্না ঘরের পিছনে কচু তোলার জন্য গেলে একটি বিশাক্ত সাপ তাকে কামড় দেয়। পরবর্তীতে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্তায় তার মৃত্যু হয় । তার এই অকাল মৃত্যুতে গোটা পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ মাগরিবের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তালার খলিষখালীর ইউপি চেয়্যারম্যান মোজাফফার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক সাতক্ষীরা/পিএম
Please follow and like us: