সাতক্ষীরায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
সাতক্ষীরায় ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ সিপিসি-১ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসয়ীর নাম মোঃ আলমগীর হোসেন সরদার (৩০)। সে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া গ্রামের মোঃ মাসুদ আলম সরদারেরর ছেলে।
গত ০৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সদরের বেতলা গ্রামের এবিবি ইটভাটা এলাকা থেকে র্যাবের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদের নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল তাকে ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
পরবর্তীতে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করতঃ মামলা (নং-১৯, তাং-০৮/০৯/২০২০) রুজু করা হয়। র্যাবের এএসপি মোঃ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: