সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের দাম প্রতিকেজিতে বেড়েছে ৪ টাকা
স্টাফ রিপোর্টার:
ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক থাকলেও একদিনের ব্যবধানে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের দাম প্রতিকেজিতে বেড়েছে ৪ টাকা।
রোববার যে পেঁয়াজ ৩৪-৩৫ টাকা দরে বিক্রি হয়েছে, সোমবার সেই পেঁয়াজ ৩৮-৩৯ (ঢাকা-চট্টগ্রাম-ফেনী ট্রাক লোডিং) দরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বিক্রেতারা জানিয়েছেন কেজিতে কমেছে ২ টাকা।
সাতক্ষীরা ভোমরা কাস্টমস সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোমরা স্থলবন্দর দিয়ে ৮৫ ট্রাকে ১ হাজার ৮৭০ মেট্রিক টন এবং সোমবার ৭৮ ট্রাকে ১ হাজার ৮৯৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
সাতক্ষীরা বড়বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা জহরুল ইসলাম বলেন, দুই দিন পেঁয়াজের দাম গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি কিছুটা কমেছে। গত সপ্তাহে ভোমরা স্থলবন্দর থেকে ৩৮/৩৯ টাকা পেঁয়াজ কিনেছি। কিন্তু রবিবার এবং সোমবার সেই পেঁয়াজ ৩৫টাকায় পেঁয়াজ কিনেছি।
ভোমরা স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী মেসার্স কালাম ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী খোরশেদ আলী বলেন, ভোমরা পাইকারী বাজারে রবিবার ৩৪/৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সোমবার এলসির পেঁয়াজ গাড়ি লোডিং রেট (ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও সিলেট) ৩৮/৩৯ টাকা মার্কেট যাচ্ছে।
তিনি আরও বলেন, ভারতে পেঁয়াজের সে দেশের অভ্যন্তরে চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং মুম্বাই পোর্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানি হচ্ছে। সে কারণে সেখানে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। তার প্রভাব আমাদের দেশের উপর পড়েছে।