প্রতাপনগরে ভাঙ্গন কবলিত এলাকার উন্নয়ন কাজ চলছে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ভাঙ্গন কবলিত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পুরোদমে কাজ এগিয়ে চলেছে। ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের তত্ত্বাবধানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিকে উন্নয়ন কাজ করা হচ্ছে।
গত ২০ মে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পানে তান্ডবে প্রতাপনগর ইউনিয়নের কয়েকটি বেড়ি বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এরপর বাঁধ রক্ষায় উদ্যোগ নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এরই মধ্যে ইউনিয়নের মধ্যদিয়ে কিছু এলাকাকে রক্ষার জন্য রিং বাঁধের ব্যবস্থা করা হলেও ২০ আগস্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে রিং বাঁধ ভেঙ্গে গিয়ে গোটা ইউনিয়নকে নিমজ্জিত করে দেয়। ইউনিয়নের প্রধান কার্পেটিং সড়কসহ সকল সড়ককে নাস্সানাবুদ করে দিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে ইউনিয়নবাসী চরম বিপদাপন্ন হয়ে পড়ে। ঘরছাড়া ও সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে খাদ্য সংকট, সুপেয় পানি সংকট, স্যানিটেশন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় চরম ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী। ফলে বসবাসের সুযোগ বি ত ও সড়ক বিচ্ছিন্ন এলাকাবাসী নৌকা নির্ভর হয়ে পড়ে। কিন্তু সব এলাকায় নৌকা যাতয়াত সম্ভব না হওয়ায় অনেক এলাকা সাময়িক বিচ্ছিন্ন হয়ে পড়ে। আবার প্রবল স্রোতের কারনেও সকল এলাকায় নৌকা যাতয়াত হুমকীপূর্ণ ও অসম্ভব হয়ে পড়ে। এমনকি নৌকাডুবির ঘটনাও ঘটছে নিয়মিত। এছাড়া জোয়ারভাটার কারনে এলাকা যেমন সমস্যা সংকুল, তেমনি নোংরা, পঁচা পানির প্রভাবে পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এসকল প্রতিকুলতা থেকে এলাকাবাসীর পাশে থাকতে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন এলাকার সমস্যাবলী দূরীকরণে মাঠে রয়েছেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন উপজেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতার মাধ্যমে সকল স্তরের মানুষকে সাথে নিয়ে কাজ চালিয়ে আসছেন। এলাকার মানুষের সেচ্ছাশ্রমের ভিত্তিতে যোগাযোগ ব্যবস্থা চালু করার জন্য বিভিন্œ এলাকায় উন্নয়ন কাজ করা হচ্ছে। চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, আমার প্রতাপনগরের জনগণ অত্যন্ত কষ্টের মধ্যে জীবন যাপন করছে। পানিবন্ধীতা থেকে তাদেরকে মুক্ত করতে সকলের সহযোগিতা নিয়ে চেষ্টা করে যাচ্ছি। মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রতাপনগরের উপর সুনজর দিয়ে অতিদ্রুত টেকসই ভেড়ীবাঁধ নির্মাণ করবেন আমরা সকলে সে প্রত্যাশা করছি।
ক্যাপশান ঃ প্রতাপনগরে প্লাবিত এলাকায় উন্নয়ন কাজের দৃশ্য।
ছবি ঃ জেপিজি ফাইলে।