গোপালগঞ্জে হাসপাতালের ৬তলা ভবন থেকে পড়ে মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু
নিউজ ডেস্ক:
প্যাথলজি যন্ত্রপাতি ও মেশিন পরিদর্শনে গিয়ে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নতুন ভবনের ছয় তলা থেকে পড়ে এক টেকনোলজিস্টের মৃত্যু হয়েছে। শনিবার গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে এ ঘটনা ঘটে।
নিহত সুস্মিতা মজুমদার ইভা (২৫) গোপালগঞ্জ শহরের জনতা রোডের জগদিশ মজুমদার মেয়ে। তিনি এ বছর গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্যাথলজি ও ডিপ্লোমা বিভাগ থেকে কোর্স শেষ করেছিলেন।
ঘটনাস্থল পরিদর্শন করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত মল্লিক জানান, শনিবার সকালে ভলেন্টিয়ার হিসেবে মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের ৬ সদস্যের একটি দল বিভিন্ন মেশিন ও যন্ত্রপাতি পরিদর্শনে নবনির্মিত মেডিকেল কলেজ ভবনের প্যাথলজি বিভাগে যায়। সেখান থেকে মেডিকেল টেকনোলজিস্ট সুষমিতা মজুমদার পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ সময় অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা , সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ মেডিকেল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এদিকে পুলিশের পক্ষ থেকে ভবনের ৬তলা থেকে পড়ে যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখার কথা জানানো হলেও এ বিষয়ে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ থেকে এখনও পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।