রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা আক্রান্ত
ডেস্ক নিউজ:
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
এর আগে শুক্রবার সকালে তার শরীরে জ্বর দেখা দেয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সকালে অনেক জ্বর ছিল। এখন কম। ভালো আছেন উনি। হাসপাতালে ভর্তি আছেন।
এর আগে আগে অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা জানতে তার নম্বরে ফোন করা হলে তিনি বলেন, আমি ভালো আছি। হাসপাতালে ভর্তি আছি।
Please follow and like us: