ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছে। দেশটির জাতীয় সুরক্ষা সংস্থা এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) মেইলটির সত্যতা নিশ্চিত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় ও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হুমকির পর দেশজুড়ে লেভেল থ্রি অ্যালার্ট জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত এসপিজি এজেন্সিগুলির সাথে সমন্বিত হয়ে নজরদারি বাড়িয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠিতে এনআইএ জানিয়েছে, ‘একটি ই-মেইল আইডি থেকে এনআইএ কিছু ইমেইল পেয়েছে, যার মাধ্যমে বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি এজেন্সিকে হুমকি দেয়া হয়েছে। ই-মেইলের বয়ান থেকেই পুরোটা স্পষ্ট। অনুরোধ করা হচ্ছে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হোক।’
গণমাধ্যম জানিয়েছে, ৮ অগস্টে লেখা এই মেইলটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করার সরাসরি হুমকি দেয়া হয়েছে। এই ই-মেইল প্রকাশ্যে আসার পরই তৎপর হয়েছে দেশের প্রত্যেকটি নিরাপত্তা এজেন্সি। এর ফলে রাতারাতি বাড়িয়ে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা।
উল্লেখ্য, ই-মেইলটি এসেছে [email protected] নামের মেইল আইডি থেকে। পাঠানো হয়েছে [email protected] ঠিকানায়। মেইল করা হয়েছে ৮ আগস্ট শনিবার। ইন্সট্রাকশন হিসেবে লেখা হয়েছে ‘কিল নরেন্দ্র মোদি’।
সূত্র: এই সময়, টাইমস অব ইন্ডিয়া