ইউএনওর ওপর হামলার ঘটনায় গ্রেফতার আরো দুই
দিনাজপুর ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের বর্বর হামলার ঘটনায় আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে চারজনকে গ্রেফতার করা হলো বলে রংপুর বিভাগীয় পুলিশ পরিদর্শক নিশ্চিত করেছেন।
শুক্রবার দুপুরে রংপুর ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, শুক্রবার সকালে পুলিশ অভিযান চালিয়ে মাসুদ রানা নামে একজনকে আটক করা হয়েছে। আর বৃহস্পতিবার ইউএনওর বাসভবনের নৈশ প্রহরী পলাশকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়েছে ।
এর আগে ঘোড়াঘাট জাহাঙ্গীর আলমকে তার নিজ বাড়ি উপজেলার রানীগঞ্জ দেবীপুর থেকে গ্রেফতার করা হয় । মূল আসামি আসাদুল হককে হিলি কালীগঞ্জ থেকে পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে ।
পুলিশ কর্মকর্তারা বলছেন গ্রেফতার চারজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর সিসি ক্যামরার ভিডিও ফুটেজ দেখে দুইজনকে শনাক্তের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।