তালায় বৈদেশিক কর্মসংস্থানের প্রচার,সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
জহর হাসান সাগর,তালা:
দক্ষ হয়ে বিদেশ গেলে,অর্থ সম্মান দুই-মেলে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলায় অভিবাসন প্রক্রিয়া প্রসারিত,সহজ,নিরাপদ ও সুশৃঙ্খল করণার্থে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ও তত্বাবধানে সাতক্ষীরা জনশক্তি জরীপ কর্মকর্তা মোঃ আব্দুল মজিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম,পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ জেল্লাল হোসেন ও তালা থানার এসআই দেব প্রসাদ দাশ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি,শি ক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মাল্টি মিডিয়া প্রজেক্টেরের মাধ্যমে বিদেশ যাওয়ার আগে করনীয় বিষয় দেখানো হয়।
Please follow and like us: