তালায় লুৎফর নিকারী হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বাজারে পথসভা
ডেস্ক রিপোর্ট:
সাতক্ষীরা জেলা তালা উপজেলার জেয়ালানলতা গ্রামের আলোচিত লুৎফর নিকারী হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ খেজুরবুনিয়া বাজারে পথসভা করেছে স্থানীয় গ্রামবাসীরা। মঙ্গলবার সন্ধ্যার সময় জেয়ালা বাজারে উক্ত এই পথসভা অনুষ্ঠিত হয়।এই বক্তব্য রাখেন, নিহতের , প্রতিবেশী মুসা নিকারী, রুহুল আমিন নিকারী, শহিদুল নিকারী, জিয়ার নিকারী সহ জেয়ালা নলতা গ্রামের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী নিকারী । বক্তারা বলেন, জেয়ালা নলবুনিয়া সরকারি খালে মাছ ধরার সময় মৎস্যজীবি লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারীকে বেঁধে মারপিট ও হত্যা চেষ্টা করে সন্ত্রাসী মশিয়ার সরদার, তুহিন শেখ ও রনি।
এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে হত্যার স্বীকার হন লুৎফর নিকারীর। এ হত্যা হান্ডের ঘটনায় মুল আসামী তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার আটক হলেও অপর দুই আসামী এখনও এলাকায় প্রকাশ্যে ঘুরে হুমকি দিচ্ছে। বক্তারা এ সময় মৎস্যজীবি লুৎফর নিকারী হত্যাকান্ডে সুস্থ ও সঠিক তদন্ত পুর্বক জড়িত সকল আসামীদের ফাঁসির জোর দাবি জানান। প্রকাশ থাকে যে,গত ১৭ আগষ্ট রাত ১১টার দিকে নলবুনিয়া বিলে হত্যার স্বীকার হন লুৎফর নিকারী। এ ঘটনায় পরদিন ১৮ আগষ্ট তালা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলায় প্রধান আসামী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ারকে গ্রেফতার করে পুলিশ। এরপর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে দলীয় পদ থেকে সরদার মশিয়ারকে সাময়িক বহিষ্কার করা হয় ।
Please follow and like us: