জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের উদ্বোধন করলেন এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজ:
‘নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীণ জলাভূমি/বর্ষা প্লাবিত ধান ক্ষেত/প্লাবন ভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদের পুকুরে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এবং সদর উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাসান সাজ্জাদ, সদর উপজেলা সহকারি মৎস্য অফিসার মো. লুৎফর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। অপরদিকে বেলা ১২টায় সাতক্ষীরা পৌর দিঘীতে মাছের পোনা অবমুক্ত করেন পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। ২০২০-২০২১ অর্থ বছরে সদর উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি/বর্ষা প্লাবিত ধান ক্ষেত/প্লাবন ভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪শ’৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে জানিয়েছে সদর উপজেলা মৎস্য অফিস। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সদর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।