তালার মৎস্যজীবি লুৎফর নিকারী হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন
সাতক্ষীরার তালার আলোচিত মৎস্যজীবি লুৎফর নিকারী হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা সদরের জেয়ালা বাজারে উক্ত বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক নারী-পুরুষ এতে অংশ গ্রহন করেন।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের ভাই ইন্নাত নিকারী, প্রতিবেশী মুসা নিকারী, রুহুল আমিন নিকারী, শহিদুল নিকারী প্রমুখ।
বক্তারা বলেন, জেয়ালা নলবুনিয়া সরকারি খালে মাছ ধরার সময় মৎস্যজীবি লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারীকে বেঁধে মারপিট ও হত্যা চেষ্টা করে সন্ত্রাসী মশিয়ার সরদার, তুহিন শেখ ও রনি। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে হত্যার স্বীকার হন লুৎফর নিকারীর। এ হত্যা হান্ডের ঘটনায় মুল আসামী তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার আটক হলেও অপর দুই আসামী এখনও এলাকায় প্রকাশ্যে ঘুরে হুমকি দিচ্ছে। বক্তারা এ সময় মৎস্যজীবি লুৎফর নিকারী হত্যাকান্ডে জড়িত সকল আসামীদের ফাঁসির জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ১৭ আগষ্ট রাত ১১টার দিকে তালার জেয়ালা নলবুনিয়া বিলে হত্যার স্বীকার হন লুৎফর নিকারী। এ ঘটনায় পরদিন ১৮ আগষ্ট তালা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলায় প্রধান আসামী তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ারকে গ্রেফতার করে পুলিশ। এরপর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে দলীয় পদ থেকে সরদার মশিয়ারকে সাময়িক বহিষ্কার করা হয়।