করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্টের বড় ছেলে
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর বড় ছেলে ও সিনেটর ফ্লাভিও বোলসোনারো করোনায় আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে ফ্লাভিওর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, ফ্লাভিওর শরীরে করোনার কোনো উপসর্গ ছিলোনা। বর্তমানে তিনি বাড়িতে আছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। করোনার চিকিৎসা হিসেবে তিনি ক্লোরোকুইন খাচ্ছেন।
ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ক্লোরোকুইন নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও করোনার চিকিৎসায় এটি ব্যবহারের পক্ষে জোর সমর্থন দিয়েছেন জেইর বোলসানারো। তবে এটি করোনার চিকিৎসায় উপযুক্ত বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে, প্রেসিডেন্ট বোলসোনারো তার স্ত্রী মিশেল বোলসোনারো ও ছোট ছেলে জেইর রেনানও করোনায় আক্রান্ত হয়েছিলেন।
সূত্র- রয়টার্স
Please follow and like us: