বুধহাটা নওয়াপাড়া জরাজীর্ণ বেড়ীবাঁধ পরিদর্শন
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের জরাজীর্ণ বেড়ীবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বুধবার তিনি বাঁধটি দেখতে যান।
নওয়াপাড়া গ্রামের পাশ দিয়ে বেতনা নদী প্রবাহিত। নদীর পানির চাপে বেড়ীবাঁধকির প্রায় এক কিলোমিটার এলাকা দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ। প্রতি বছর বর্ষা মৌসুম ও সতর্ক সংকেৎ শুরু হলে এলাকার মানুষ চরম উদ্বিগ্ন হয়ে পড়ে। কখনো কখনো বাধ উপচে ভিতরে পানি চলে আসে। বাধের বড় অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বাঁধ রক্ষার্থে কাজ করলেও এখনো বড় অংশ বিশেষ করে নওয়াপাড়া ঈদগাহ, জেলেপাড়া, চন্ডিতলা এলাকার অবস্থা খবই নাজুকক। বাঁধের অবস্থা সরেজমিন দেখতে নওয়াপাড়া গমন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। তিনি বাঁধ সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবের বলে আশ্বাস প্রদান করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান প্রমুখ তার সাথে ছিলেন।