জাতীয় শোক দিবসে সাতক্ষীরা মায়ের বাড়িতে আলোচনা সভা
১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা মায়ের বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় মায়ের বাড়ির নাট মন্দিরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা মন্দির সভাপতির সভাপতি বিশ্বনাথ ঘোষ।
সাতক্ষীরা জেলা মন্দির সমিতি ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট সাতক্ষীরার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন, মন্দির সমিতির উপদেষ্টা ডাঃ সুশান্ত ঘোষ, বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাতক্ষীরার সহকারী পরিচালক অপূর্ব আদিত্য, গোষ্ট বিহারী মন্ডল, এড. সোম নাথ ব্যানার্জী, হিন্দু-বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ কুমার গুহ, জয়মহাপ্রভূ সেবক সংঘের সাধারণ সম্পাদক দাস সোনাতন চন্দ্র, হিন্দু-বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি নিত্যানন্দ আমিন। সমগ্র অনুষ্ঠান পরিচালণা করেন জেলা মন্দির সমিতির যুগ্ম সম্পাদক বিকাশ চন্দ্র দাশ।
আলোচনাসভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। অথচ কিছু কুলাঙ্গার সেই মহান নেতাকে স্বপরিবার নির্মমভাবে হত্যা করে ভেবেছিল বাংলাদেশ থেকে জাতির পিতার নাম মুছে দেবে। কিন্তু তারা জানে না বাংলাদেশ যতদিন থাকবে তত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম থাকবে বাঙালির হৃদয়ে।