কালিগঞ্জে প্রশাসনের উদ্যোগে শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচী ঘোষনা করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকিতে জাতীয় শোকদিবস পালন উপলক্ষে কালিগঞ্জ উপজেলার প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকাল ১০টায় ভার্চুয়াল জুম মিটিং এর মাধ্যমে বিস্তারিত কর্মসূচী গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। ইউ এন ও’র সভাপতিত্বে জুম মিটিং এ অংশগ্রহণ করেন, সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ নাজমুল আহ্ছান, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন সহ উপজেলার অন্যান্য সরকারী কমকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসের কর্মসূচীর মধ্য রয়েছে সুবিধামতন সময়ে অনলাইনে প্লাটফর্মে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা, গুগল ফর্মে রচনা প্রতিযোগিতা। ১৫ আগষ্ট শনিবার সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনির্মিত ভাবে উত্তোলন, সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে। সকাল সাড়ে ৮টায় পুষ্পস্তাবক অর্পন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এবং কাঁকশিয়ালী সেতুর পার্শ্বে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তাবক অর্পন করা হবে।
Please follow and like us: