শ্যামনগরে নারী উন্নয়ন সংগঠনের কর্মশালা
শ্যামনগরে সরকারী বে-সরকারি নারী উন্নয়ন সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে ২ দিন ব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করেন বে-সরকারী সংস্থা সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান। উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টের হলরুমে আজ ১২ আগষ্ট সকাল ১০ টায় জেন্ডার বিষয়ক ও সহিংসতা প্রতিরোধ কর্মশালায় নারী উন্নয়ন সংস্থা প্রেরণার পরিচালক সম্পা গোস্বামীর সভাপতিত্বে এবং খ্রিষ্টান এইড এর প্রোগ্রাম ম্যানেজার শামসুজ্জামান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহানা আক্তার, রিনা পারভীন, কামরুন নাহার, সুশীলনের প্রোজেক্ট অফিসার সাজ্জাদ হোসে সাজু প্রমুখ। কর্মশালায় যোগ দেন খ্রিষ্টান এইড, সুশীলন, অক্সাফার্ম, প্রেরণা, মিশন, মহিলা উন্নয়ন সংস্থা, স্বপ্ননীড়, মরমী নারী ও উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ।