জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য রিয়াজ
কে হবেন ২০১৯ সালের সেরা নায়ক-নায়িকা? আর সেরা পরিচালক হিসেবে কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি? এ নিয়ে শুরু হয়েছে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা। গঠন করা হয়েছে জুরি বোর্ড। যেখানে চিত্রনায়ক রিয়াজ সম্মানিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন।
রিয়াজ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমি তথ্য মন্ত্রণালয়ের একটি চিঠি পেয়েছি বুধবার (৫ আগস্ট)। আজ (বৃহস্পতিবার) থেকে ছবি দেখার কাজ শুরু হচ্ছে।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে ‘বাংলার নায়ক’ ছবি দিয়ে ঢালিউডে যাত্রা করেন রিয়াজ। এরপর দীর্ঘ ক্যারিয়ারে তিনবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতবার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন।
মহম্মদ হান্নানের ‘প্রাণের চেয়ে প্রিয়’, হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’, এসএ হক অলিকের ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ও ‘হৃদয়ের কথা’, মতিউর রহমান পানুর ‘মনের মাঝে তুমি’, সুচন্দার ‘হাজার বছর ধরে’, তৌকির আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ও গাজী মাহবুবের ‘প্রেমের তাজমহল’, সালাউদ্দিন লাভলুর ‘মোল্লাবাড়ির বউ’সহ অসংখ্য জনপ্রিয় ও প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।