শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে বিবিসি ফান্ডেশনের উদ্যোগে দোয়া মোনাজাত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জৈষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রিয়া,সাংস্কৃতিক সংগঠক ও সমাজ চিন্তক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে সমাজ উন্নয়ন সংস্থা বিবিসি ফান্ডেশনের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট ) বিকালে নিউ মার্কেট মোড়ে বিবিসি ফান্ডেশনের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জৈষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত করা হয়। এসময় করোনা ভাইরাস থেকে মুক্তি ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।
দোয়া মোনাজাত পরিচলনা করেন মাও. হাফেজ মো. জাহিদুর রহমান, এসময় উপস্থিত ছিলেন বিবিসি ফান্ডেশনের আইনজীবী এ্যাড.মোস্তাফিজুর রহমান,মীর সুমন আলী, কাইয়ুম প্রমুখ।
Please follow and like us: