বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁতী লীগের বিভিন্ন কর্মসূচি
৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্দেশনায়, বাংলাদেশ তাঁতী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছাত্রলীগ কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও খতম, ফজর থেকে আসর পর্যন্ত অব্যাহত থাকবে, সকাল সাড়ে ১০ টায় শহরের বিভিন্ন মোড়ে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে মাক্স, স্যানিটাইজার ও সাবান বিতরণ, সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা পৌর দিঘিতে মাছ অবমুক্ত কর্মসূচি, বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা বাইপাস সড়কে বৃক্ষরোপণ, বিকাল সাড়ে ৫ টায় সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠনে সকলকে যথাসময়ে উপস্তিত হওয়ার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সদস্য সচিব কাজী মারুফ। প্রেস বিজ্ঞপ্তি