তালার গোপালপুর কমিটির পক্ষ থেকে খাদ্য দ্রব্য বিতরণ
তালার গোপালপুর করোনা ও দুর্যোগ মোকাবেলা কমিটির পক্ষ থেকে ৩০টি অসহায় পরিবারের মঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
বেসরকারী সংস্থা উত্তরণের সহযোগীতায় খাদ্যদ্রব্য বিতরণ কালে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের শিক্ষক সাগর সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উত্তরণের কর্মী মুকুল বিশ্বাস।
গোপালপুর করোনা ও দুর্যোগ মোকাবেলা কমিটি সভাপতি দিবস দত্ত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমিত হালদারের পরিচালনায় উপস্থিত থেকে খাদ্যদ্রব্য বিতরণ করেন জুয়েল দত্ত, সুব্রত হোর, প্রান্ত দত্ত, ডক্টর সুমন, লিটন দে, প্রকাশ দে, বিশ্বজিৎ আইস, তন্ময় দে প্রমুখ।
প্রতিটি পরিবারের মাঝে কেজি চাল, ২ কেজি ডাল ও ১ লিটার তেল বিতরণ করা হয়।
Please follow and like us: