আফগানিস্তানে ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজনের ভেতরে বোমা বিস্ফোরণ
আফগানিস্তানে ঈদুল আজহা উপলক্ষে তিনদিনের যুদ্ধবিরতির আগেই ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া আরো ২১ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে লোকজন কেনাকাটায় ভিড় জমিয়েছিল। সে সময়ই আফগানিস্তানের একটি শহরে হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।
লোগার গভর্নরের মুখপাত্র দিদার লাওয়াং এএফপিকে বলেন, এটা ছিল একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ। কেনাকাটায় ব্যস্ত লোকজনের ভিড়ের ভেতর ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এদিকে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। অপরদিকে তালেবানের পক্ষ থেকেও ওই হামলার দায় অস্বীকার করা হয়েছে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে ওই হামলার দায় প্রত্যাখ্যান করেছেন।
Please follow and like us: