ঈদ উপহার:ভারত বাংলাদেশকে দিলো ১০টি রেল ইঞ্জিন

বাংলাদেশ রেলওয়েকে ‘ঈদ উপহার’ হিসেবে দেয়া ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বুধবার দিনাজপুরের পার্বতীপুরে এসে পৌঁছেছে।

জ্বালানি তেলবাহী ট্রেনের সঙ্গে যুক্ত হয়ে আসা এসব ইঞ্জিন গ্রহণ করেন পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী (সিএক্স) নূর মোহাম্মদ।

এর আগে দুই দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভিডিও কনফারেন্সে এসব ইঞ্জিন হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। সোমবার ভারতের গেঁদে রেলস্টেশন থেকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকা দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছায় ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন।

পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী নূর মোহাম্মদ জানান, ভারত সরকারের দেয়া ১০টি লোকোমোটিভের মধ্যে আটটি ২০১৩ সাল, একটি ২০১৪ সাল ও অপরটি ২০১৫ সালের মডেলের। ইঞ্জিনগুলোর ভারতীয় সিরিজ নম্বর ডাব্লিই ডি এম থ্রি ডি টাইপের লোকো নম্বর- ই সি আর ১১৪৩১, ১১৪৩২, ১১৪৩৩, ১১৪৩৪, ১১৪৩৫, ১১৫৮৭, ইকোর ১১৪৩৬, ১১৪৩৭, ইআর ১১৪০৬ ও ১১৫৭১।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)