আবারও ভেঙে পড়েছে কালিগঞ্জ-ঝাঁপালী সড়কের হোগলা মোড়ের কালভার্ট
কালিগঞ্জ উপজেলার হোগলা মোড়ের কালভার্টটি ফের ভেঙে পড়েছে। জনগনের ভোগান্তি চরমে। দ্রুত সংস্কারের দাবী ভুক্তভোগীদের। সরেজমিনে জানাগেছে, কালিগঞ্জ-ঝাঁপালী সড়কের হোগলা মোড়ের সেই কালভার্টটি। এতে চলাচলে মারাত্মক ভোগান্তির পাশাপাশি যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংখা দেখা দিয়েছে।
বর্ষাকালের শুরু থেকেই এ অবস্থার সৃষ্টি হলেও কালভার্টটি পুনর্নির্মাণে কর্তৃপক্ষের কোন উদ্যোগ এখনো চোখে পড়েনি। সম্প্রতি বিষ্ণুপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর নিজ খরচে পাইপ বসিয়ে যানবাহন চলাচলের পরিবেশ সৃষ্টি করলেও সপ্তাহ খানেক আগে আবারও ভেঙ্গে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এমনিতেই এই সড়কটির ঠেকরা হাজীবাড়ি মোড় হতে পারুলগাছা মাঠ, চৌমুহনী হাট হতে রামনগর ভেগীরহাট মোড়, রামনগর ব্রীজ হয়ে তালতলা হাটখোলা পর্যন্ত কার্পেটিং সড়কটি খানাখন্দ আর ছোট বড় গর্তে ভরা। তার উপর কালভার্টটি ভেঙে মরার উপর খড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে নদীর বেড়িবাঁধ ভেঙে তালতলা হয়ে জয়নগর মোড় পর্যন্ত সড়কটি ভেসে গেছে। সড়কটিতে এখন ইট বালি কিংবা খোয়া বা পাথরের লেশমাত্র নেই। এখন কালভার্টটি ভেঙে যাওয়ায় যে কোন সময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। ইতোমধ্যে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রো বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসী এ ব্যাপারে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Please follow and like us: