কুল্যায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করলেন ওসি গোলাম কবির
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের গুনাকরকাটি বাজারে ৩নং বিট কার্যালয় উদ্বোধন করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবির বিটের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, “মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই শ্লোাগানকে সামনে রেখে সাধারণ মানুষের হাতের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যারের দিকনির্দেশনায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে দ্রুততার সাথে আইনি সহযোগিতা পেতে পারে সেজন্য আমরা বদ্ধপরিকর। আশাশুনি থানা কে দুর্নীতি, দালাল, জুয়া, বাল্যবিবাহ ও মাদক মুক্ত করতে আমি সকলকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। যদি কোথাও কোন দুর্নীতিবাজ ও মাদক ব্যবসায়ী থেকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে বলবেন, আমি দ্রুত ব্যবস্থা নেব। থানায় জিডি ও অভিযোগ করতে কোন টাকা লাগে না। আপনারা আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখেন তারা কি করছে নজর রাখেন। ইউনিয়ন কৃষকলীগ সভাপতি তরিকুল ইসলা ও অবঃ সেনা সদস্য রবিউল ইসলাম বাদশার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, ইউনিয়ন বিট অফিসার এসআই শরীফ এনামুল হক ও সহকারী বিট অফিসার এএসআই রিয়াজ উদ্দিন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, ইউপি সদস্য আলহাজ¦ আঃ মাজেদ, আলমগীর হোসেন আঙ্গুর, হুমায়ুন কবির মন্টু, বিল্লাল হোসেন, শহীদুল্লাহসহ সকল ইউপি সদস্য, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।