সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে মানববন্ধন ও জেলে সমাবেশ অনুষ্ঠিত
সুন্দরবনে কাকড়া আহরনের ভরা মৌসুমে জেলে বাওয়ালীদের পাশ-পারমিট বন্ধ না রেখে তা চালুর দাবীতে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে মানববন্ধন ও জেলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জেলে বাওয়ালীদের ব্যানারে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় বুড়িগোয়ালিনী দাতিনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে উক্ত মানববন্ধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় জেলে বাওয়ালী ছবেদ আলী গাজীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী, আবিয়ারগাজী, শেফালীবিবি, নজরুল গাজী প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় মানুষ করোনা পরিস্থিতির সাথে সাথে সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এর সাথে কাকড়া আহরনের ভরা মৌসুমে জেলেদের পাশ-পারমিট বন্ধ করায় তাদের দূর্দশা আরো চরমে পৌছেছে । ফলে তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ার কারণে তাদের সাথে তাদের পরিবারগুলোও পড়েছে খাদ্যাভাবে। বক্তারা এ সময়, অনতিবিলম্বে জেলেদের কাকড়াআহরণ মৌসুমে পাস পারমিট চালুর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।