সাতক্ষীরায় সরকারি হাসপাতালের সুরক্ষা সরঞ্জাম ক্লিনিকে বিক্রি
সাতক্ষীরার তালা সরকারি হাসপাতালের মাক্স, পিপিই ও হ্যান্ডগ্লাবস্ তালা সার্জিক্যাল ক্লিনিকের নিকট বিক্রি করার অভিযোগ উঠেছে। মুঠোফোনে ক্লিনিক মালিক বিধান রায় মাক্স, পিপিই ও হ্যান্ডগ্লাবস্’র কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে এড়িয়ে যায়।
প্রকাশ, তালা সরকারি হাসপাতাল থেকে করোনা ভাইরাসের (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) মাক্স, পিপিই ও হ্যান্ডগ্লাবস্ গত ৪ জুলাই দেওয়া হয় সার্জিক্যাল ক্লিনিকে। বিষয়টি স্থানীয় একজন সাংবাদিক জানতে পেরে অনুসন্ধান চালান ওই ক্লিনিকে। ঘটনার সত্যতা পেলে ক্লিনিক মালিক বিধান রায় সাংবাদিকে টাকা দিয়ে দফারফা করেন।
তালা উপ-শহরের মেলা বাজারে অবস্থিত সার্জিক্যাল ক্লিনিক। এই ক্লিনিকের বিরুদ্ধে নানান অনিয়ম-দূর্নীতির অভিযোগ রয়েছে। এরপূর্বে কয়েকবার সরকারি সরঞ্জাম কৌশলে নিয়ে যায় তার সার্জিক্যাল ক্লিনিকে। বিষয়টি সংবাদ মাধ্যমে আসার পর সিলগালাও করা হয়েছিল তার ক্লিনিক।
অন-কলে তালা সরকারি হাসপাতালের ডাক্তার ডেকে রোগী দেখেনো হয় ওই ক্লিনিকে। ফলে ক্লিনিক মালিকের সাথে ডাক্তারদের সু-সম্পর্ক গড়ে উঠে।
তালা সার্জিক্যাল ক্লিনিকের মালিক বিধান রায় জানান, তালা হাসপাতালের কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক থাকায় তিনি এগুলো নিয়েছেন। তিনি এখনও ওই পিপিই, মাক্স ও হ্যান্ডগ্লাবস্ ব্যবহার করেননি। তার কাছে সুরক্ষিত রয়েছে বলেও জানান তিনি।
তালা উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারাহ ফেরদৌস জানান, সরকারি চিকিৎসা সামগ্রী বাইরের কোনো ক্লিনিকে ব্যবহার করার নিয়ম নেই। যদি কেউ করে থাকে তাহলে অন্যায় করেছে। আমরা কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নিবো।
সাতক্ষীরা সিভিল সার্জন হোসাইন সাফায়াত জানান, আমি অভিযোগ শুনেছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।