যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু’র নিজ উদ্যোগে চলছে বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু।
শনিবার (২৫ জুলাই) বাঁকালসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণকালে আরো উপস্থিত ছিলেন ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, পৌর যুুবলীগের সভাপতি মাসুম মোল্লা, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রকিব হোসেন, যুবলীগনেতা সুমন, মো. আলী, রাজু হোসেন, আব্দুস সালাম প্রমুখ। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলকায় বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত রেখেছি। মানুষের স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপনে পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি। আর ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা বৃক্ষের। বৃক্ষ শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়; বরং ধর্মীয় কারণেও মানুষের বৃক্ষরোপণ করতে হবে। এসময় সবায়কে সম্মিলিতভাবে বৃক্ষরোপণ করার প্রতি আহবান করেন তিনি।’