ব্রহ্মরাজপুরে স্থানীয়দের সহযোগিতায় জমি দখল অপচেষ্টা ব্যর্থ
ব্রহ্মরাজপুরে জমির ইট লুট, বৃক্ষ নিধন ও জমি দখলের অপচেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশের পর স্থানীয়দের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে মিমাংশা হতে চলেছে। বুধবার (২২ জুলাই) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় সীমানা নির্ধারণ ও প্রচীর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিরোধ মিমাংশা হতে চলেছে শুনে এলাকাবাসিও সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়রা মনে করছেন এখন উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন।
জমির মালিক জিএম মিজানুর রহমান জানান, করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও জমির সীমানা বেড়া ভেঙ্গে ৪ হাজার ইট লুট ও ৬০টি বৃক্ষ কর্তন করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। এতে আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। পরবর্তীতে স্থানীয় সংবাদপত্রগুলো সংবাদ প্রকাশের পর বিরোধটি মিমাংশা হচ্ছে। এতে সংবাদপত্রের প্রতি মানুষের আস্থা আরো বাড়বে বলে আমি মনে করি।
উল্লেখ্য, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে ব্রহ্মরাজপুরে অবৈধভাবে জমি দখলের পাঁয়তারা করছিল একটি চক্র। কিন্তু সংবাদ প্রকাশের পর চক্রটির অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এলাকায় মানুষের দাবী অবৈধভাবে জমি দখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরী। এতে সাধারণ মানুষের মধ্যে সস্তি ফিরে আসবে।