কালিগঞ্জ উপজেলায় নতুন করে ৮ জন করোনা আক্রান্ত
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ নতুন করে ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, গত ১৯ জুলাই ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি নিজ নিজ ইউনিয়নের জনপ্রতিনিধি, করোনা এক্সপার্ট টিম ও কালিগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে লকডাউন করে দেয়া হয়েছে।
নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল (৪২), কুশুলিয়া ইউনিয়নের শ্রীকলা গ্রামের দাউদ আলীর স্ত্রী রহিমা (৬৫), ধলবাড়িয়া ইউনিয়নের সেকেন্দার নগর গ্রামের আব্দুল করিমের ছেলে নাজমুল হোসেন (৩০), কালিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক জিয়ারত আলী (৫০), ভাড়াশিমলা ইউনিয়নের কারবালা গ্রামের সাজোউদ্দিনের ছেলে শেখ মুনাজাত (৪০), সেকান্দরনগর গ্রামের করিম গাজী মেয়ে নাহিদা সুলতানা (১১), একই গ্রামের আব্দুল করিম গাজী (৫৫) ও তার স্ত্রী নাজমা (৪৫)।