করোনায় মানুষের জীবন স্থবির: ওয়ার্ল্ডভিশনের কর্মতৎপরতা
করোনা মানুষের জীবনকে স্থবির করে দিয়েছে। সবথেকে অসহায় অবস্থা খেটে খাওয়া মানুষদের। এই অসহায়ত্বকালে আশাশুনি উপজেলার অসহায় মানুষের পাশে দাড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
আশাশুনি এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গত ৩ মাসে আশাশুনি উপজেলার ৬টি ইউনিয়নের (কুল্যা, বুধহাটা, কাদাাকটি, দরগাহপুর, বড়দল ও শোভনালী ইউনিয়ন) এমন ৮৪৭ অতিদরিদ্র পরিবারকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করেছে। আশাশুনি এপি এই পর্যন্ত ৪২২ পরিবারকে বিনাশর্তে ৩০০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছে। ২০৭ পরিবারকে ট্যাপ সহ হাত ধোয়ার বালতি এবং ২১৮ পরিবারকে হাউজিন কিটস (মাস্ক ৫০ টি, ডিটারজেন্ট পাউডার ২০০ গ্রাম, ব্লিচিং পাউডার ২০০ গ্রাম, স্যানিটারি প্যাড ১০ প্যাকেট, সাবান ১০ টি ও প্লাস্টিক মগ একটি) বিতরন করেন। করোনাকালিন এ সহযোগিতামুলক উদ্যোগ আশাশুনি এলাকার দরিদ্র জনগোষ্ঠির যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে এবং এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেছে।