সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো এব্ং দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের দাবী

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দুরুত্ব বজায় রেখে ১৮ জুলাই ২০২০ খ্রীঃ শনিবার বেলা ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম। সভায় সাতক্ষীরা জেলায় কোভিড-১৯ পরিস্থিতির ক্রমঃঅবনতিশীল প্রেক্ষাপটে ৫০০ শয্যার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান চালু থাকা ২০০ শয্যার পাশাপাশি আরো ৩০০ শয্যা স্থাপন এবং দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের দাবী জানানো হয়।

সভায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকায় গত ১৬ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন তরুণ ব্যবসায়ী মঈনুল ইসলাম আওয়ালের আহত হওয়ার ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ক্ষেত্রে সেখানে উপস্থিত জনসাধারণের নির্লিপ্ততা এবং দীর্ঘ সময় পর হাসপাতালে নেয়া হলেও সেখানে কোন চিকিৎসা না করেই তাকে খুলনায় রেফার্ড করার প্রেক্ষিতে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পান দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ এবং অবিলম্বে ভেঙে যাওয়া বেড়িবাঁধ নির্মাণের দাবী জানানো হয়। এসব দাবীসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে আগামী ২০ জুলাই সাতক্ষীরা জজকোটের সামনের চত্বরে পূর্বঘোষিত মানববন্ধনের কর্মসূচি সফল করার আহবান জানানো হয়।
সভায় সাতক্ষীরা পৌরসভাসহ পাশ্ববর্তী এলাকায় জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।

সভায় সাতক্ষীরার ভূমিহীন আন্দোলন, ঘাতক-দালাল বিরোধী আন্দোলনসহ বিভিন্ন নাগরিক আন্দোলনের সাথে যুক্ত থেকে আজীবন সংগ্রামের সাথে যুক্ত থাকা ব্যক্তিত্ব, বিশিষ্ঠ রাজনীতিবীদ বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরা পাওয়ার হাউস অপারেশনের বীরত্বপূর্ণ অভিযানের নেতৃত্ব প্রদানকারী বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সোনা এবং সাতক্ষীরার বিভিন্ন নাগরিক ইস্যুতে আন্দোলন সংগ্রামে যুক্ত থাকা ব্যক্তিত্ব, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোদাচ্ছেরুল হক হুদার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সাতক্ষীরার সাংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, গোয়েন্দা কর্মকর্তা, প্রশাসন-পুলিশ-চিকিৎসক-সাংবাদিকসহ কোভিড-১৯ আক্রান্তদের আশু সুস্থতা কামনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন, সুধাংশু শেখর সরকার, ওবায়দুস সুলতান বাবলু, এম কামরুজ্জামান, আনোয়ার জাহিদ তপন, মাধব, অপারেশ পাল, কমরেড আবুল হোসেন, এড. আল মাহামুদ পলাশ, শেখ সিদ্দিকুর রহমান, প্রভাষক তপন কুমার শীল, আফজাল হোসেন, এড. এুনির উদ্দিন, আনোয়ার জাহিদ তপন, আসাদুজ্জামান লাভলু, আলী নুর খান বাবলু ও আবুল কালাম আজাদ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)