মুক্তিযোদ্ধা সোনা’র মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক ও শ্রদ্ধাঞ্জলি
সাতক্ষীরা পাওয়ার হাউজ অপারেশন, ভোমরা, বৈকারী, ঘোনাসহ প্রায় ১০টি পয়েন্টে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সোনা (৮২)। তিনি বৃহস্পতিবার রাত ৮.৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে সাতক্ষীরাবাসী একজন সৎ, সাহসী মুক্তিযোদ্ধাকে হারালো। বীর যোদ্ধার মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মুস্তফা লুৎফুল্লাহ, সাধারণ সম্পাদক কমরেড এড. ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মহিবুল্লাহ মোড়ল, কমরেড সাবির হোসেন, কমরেড আবেদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড নাসরীন খানম লিপি, কমরেড রফিকুল ইসলাম, কমরেড আব্দুল জলিল, কমরেড আব্দুর রউফ মাস্টার, কমরেড অজিত কুমার রাজবংশী, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিবপদ গাইন, জাতীয় শ্রমিক ফেডারেশনের মকবুল হোসেন, শামিম হোসেন বাবু প্রমুখ।