৩৮ তম বিসিএস-এ তালার ৬ কৃতি সন্তান
সাতক্ষীরার তালা উপজেলায় ৩৮ তম বাংলাদেশ সিভিল সার্ভিস(বিসিএস)- এ সুপারিশ প্রাপ্ত হয়েছেন ৬ জন কৃতি শিক্ষার্থী। এর মধ্যে শিক্ষা ক্যাডারে ৩য় অবস্থান সহ আপন সহদর রয়েছেন। তাদের এই কৃত্বিতের জন্য এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
(বিসিএস) ক্যাডাররা হলেন: প্রকাশ,উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামের মৃত তারাপদ সরকারের ছেলে লাল্টু সরকার শিক্ষা ক্যাডারে সারা দেশের মধ্যে তৃতীয় হয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। লাল্টুর বাবা তারাপদ সরকার ছিলেন মাছ ব্যবসায়ী। ২০০৬ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান। মা সুলতা সরকার সেলাই মেশিন চালানো উর্পাজিত টাকা দিয়ে ছেলেকে শিক্ষা ক্যাডারে করেছেন। বারুইহাটি গ্রামের মো.আবু জাফর মোড়লের ছোট পুত্র ফারুক হোসেন শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ।
উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের আনন্দ পালের ছেলে প্রসেনজিৎ পাল সড়ক ও জনপদ এবং মেয়ে মুনমুন পাল এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
সরুলিয়া ইউনিয়নের চৌগাছা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ মইনউদ্দিনের ছোট ছেলে শেখ মাহবুব হোসেন (লালু) বন বিভাগ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংক,র সহকারী পরিচালক হিসাবে খুলনাতে কর্মরত আছেন। পুটিয়াখালি গ্রামের আব্দুল আজিজ মোল্লার ছেলে মো.ইয়াসিন হোসেন নন-ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। বর্তমানে তিনি আল-আরাফা ইসলামী ব্যাংক-এ এক্সিকিউটিভ অফিসার হিসাবে ঢাকায় কর্মরত আছেন।
তালা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো.ইকবাল হোসেন বলেন, ৩৮তম বাংলাদেশ সিভিল সার্ভিস(বিসিএস)-এ সুপারিশপ্রাপ্ত হয়েছেন উপজেলার ৬ জন কৃতি সন্তানকে অভিনন্দন জানিয়েছি এবং তাদের নিজ কর্মস্থল সততা ও নিষ্ঠার সাথে দায়িক্ত পালন করার অনুরোধ করেছি।