করোনাভাইরাস কারণে সংসার চালাতে ফুটপাতে দোকান করছেন জনপ্রিয় সংগীতশিল্পী
কলকাতায় বেশ জনপ্রিয় সংগীতশিল্পী নিলিশা বসাক। পড়াশোনা শেষ করেই সংগীতকে পেশা হিসেবে নিয়েছেন তিনি। কলকাতা ও বিভিন্ন জেলার মেলা, জলসা, সেমিনারে গান পরিবেশন করেন নিলিশা। তবে করোনাভাইরাস কারণে পেশা বদলে গেছে তার। গত মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর থেকে ফুটপাতে বসেছেন দোকান সাজিয়ে।
জানা গেছে, সংসার চালাতে ফুটপাতে দোকান সাজিয়ে বসেছেন নিলিশা। তার দোকানে দুধ, পাউরুটি, কুকিজ, বিস্কুটের সমাহার। দুই ভাইয়ের সহযোগিতায়, নিজের ব্যাংকে থাকা সঞ্চয় ভাঙিয়ে নিলিশা এখন পুরোদস্তুর দোকানদার।
প্রতিদিন সকাল ৬টায় কলকাতার হাতিবাগান হরি ঘোষ স্ট্রিটে ট্রাম লাইনের পাশে ফুটপাতে নিজের বিকল্প পেশার ডালা খুলে বসেন নিলিশা। যতোদিন করোনার প্রকোপ না কাটছে, ততোদিন এটাই পেশায় থাকবেন তিনি।
Please follow and like us: