পাইকগাছায় সমাজ সেবক জলিল ষড়যন্ত্রের শিকার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
পাইকগাছায় সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী,ভাটামালিক জলিল ষড়যন্ত্রের স্বীকার হয়েছে , সে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।জানাজায়,পাইকগাছা উপজেলার কাওয়ালী(ফতেপুর) গ্ৰামের আঃ জলিল ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, বর্তমান ফতেপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, তিনি আল্লাহরদান ইটভাটার মালিক, তিনি এলাকায় একজন সমাজ সেবক বটে । এলাকার চাদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুনছুর হাজীর সাথে তার সু-সম্পর্ক রয়েছে । কোন শত্রুতা নেই । ভাটামালিক জলিল জানান আমার ভাটার প্রতিষ্ঠা পর কিছু স্বার্থনেষী মহল তার কাছ থেকে বিভিন্ন সুবিধা না পেয়ে ক্ষুব্দ থাকে । তারা ষড়যন্ত্র করে মুনছুর হাজীর সাথে গোলমাল গোলযোগ বাঁধিয়ে দেয়ার চেষ্টা করছে । মুনছুর হাজী আমাকে জড়িয়ে পাইকগাছা থানায় জিডি করেছে তার আমি কিছু জানিনা। ডুমুরিয়া থানার জনৈক অরবিন্দ এর চিঠি মোতাবেক আমি সহ অন্যান্যদের নামে থানায় জিডি করেছে তার বিন্দুমাত্র সত্য নহে ।যে ষ্টাম্ফ দেখানো হয়েছে তাতে আমার স্বাক্ষর না, জালিয়াতি করা হয়েছে ।স্বাক্ষরটি প্রুফ করলে তার প্রমাণ মিলবে । এসব বিষয়ে সামাজিক ও গনমাধ্যমে প্রচার হয়েছে । আঃ জলিল এসব বিষয়ে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো বলেন, একটি চক্র আমাকে উচ্ছেদ করতে চাই , আমাকে বললে সেচছায় মসজিদের দায়িত্ব, ভাটা , মানুষের সেবা করা ছেড়ে দিব।আমাকে নিয়ে ষড়যন্ত্র,মিথ্যাচার, দোষারোপ না করার অনুরোধ জানিয়েছেন ।
Please follow and like us: