সাতক্ষীরায় পাটকল চালু করা ও পিসিআর ল্যাব স্থাপনের দাবি
দেশব্যাপী বন্ধ ঘোষণা করা পাটকল চালু ও সাতক্ষীরায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানবন্ধন কর্মসুচি পালিত হয়েছে। রোববার বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের পাকাপুলের উপর এ কর্মসুচি পালিত হয়।
সাতক্ষীরা শ্রমিক আন্দোলনের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য দেন জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ও জেলা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলু, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিও সাতক্ষীরা সদও উপাজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তাছাড়া কাজ হারিয়ে অধিকাংশ পাটকল শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। তাই সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও পাটকল বাঁচিয়ে রাখতে হবে।
বক্তারা আরো বলেন, করোনা পরিস্থিতি সাতক্ষীরায় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাতক্ষীরায় পিসিআর ল্যাব না থাকায় নমুনা টেষ্ট রিপোর্ট পেতে যথেষ্ট দেরী হচ্ছে। এ কারণে অনেকে রিপোর্ট পাওয়ার আগেই মারা যাচ্ছেন। ফলে তার দারা অনেকেই সংক্রামিত হচ্ছেন। এ ছাড়া প্রতিদিন সাতক্ষীরায় শতাধিক নমুনা সংগৃহীত হলেও যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা খুলনা পিসিআর ল্যাব এ ৩০ টির বেশী নমুনা নেওয়া হচ্ছে না। ফলে অনেক রিপোর্ট জমে থাকায় সাতক্ষীরাবাসীর দুর্ভোগের শেষ নেই। এ সমস্যা সমধানে অতি শীঘ্রই সাতক্ষীরায় পিসিআর ল্যাব স্থাপন করতে হবে। একজন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রির দৃষ্টি আকর্ষণ করা হয়।