জেলা নাগরিক কমিটির সভা
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দুরুত্ব বজায় রেখে ১১ জুলাই ২০২০ খ্রীঃ শনিবার বেলা ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম।
সভায় সাতক্ষীরা জেলায় কোভিড-১৯ পরিস্থিতির ক্রমঃঅবনতিশীল প্রেক্ষাপটে যখন স্বাস্থ্য বিভাগসহ প্রশাসনের আরো বেশী তৎপর হওয়া প্রয়োজন ঠিক সেই সময় তার উল্টো অনেকের মধ্যে নির্লিপ্ততা পরিলক্ষিত হচ্ছে বলে অভিমত ব্যক্ত করা হয়। সভায় বর্তমান পরিস্থিতিতে প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সামাজিক দুরুত্ব বজায় রাখা, সকলের মাস্ক ব্যবহারসহ অন্যান্য সরকারী নির্দেশনা বাস্তবায়নে তৎপরতা বাড়ানোর দাবী জানানো হয়। সভায় কোভিড-১৯ রোগীসহ সাধারণ সর্দ্দি কাশি জ্বরে আক্রান্ত এবং অন্যান্য রোগে আক্রান্তদের সুচিকিৎসায় স্বাস্থ্য বিভাগের আরো তৎপর হওয়ার দাবী জানানো হয়। একইসাথে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত পিসিআর ল্যাব প্রতিষ্ঠানও দাবী জানানো হয়।
সভায় আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পান দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ এবং অবিলম্বে ভেঙে যাওয়া বেড়িবাঁধ নির্মাণের দাবী জানানো হয়। এসব দাবীসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে আগামী ২০ জুলাই সাতক্ষীরা জজকোটের সামনের চত্বরে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় সাতক্ষীরা পৌরসভাসহ পাশ্ববর্তী এলাকায় জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।
সভায় সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতিসহ প্রশাসন, পুলিশ, চিকিৎসক, সাংবাদিকসহ কোভিড-১৯ আক্রান্তদের আশু সুস্থতা কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ. অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এড. শেখ আজাদ হোসেন বেলাল, আনোয়ার জাহিদ তপন, মাধব চন্দ্র দত্ত্ব, প্রভাষক এম ইদ্রিশ আলী, লায়লা পারভীন সেজঁতি, এড. আল মাহামুদ পলাশ, আব্দুল বারী, শেখ সিদ্দিকুর রহমান, গাজী শাহজাহান সিরাজ, শেখ শরিফুল ইসলাম, অধ্যাপক তপন কুমার শীল, আসাদুজ্জামান লাভলু, আলী নুর খান বাবলু ও আবুল কালাম আজাদ।