বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান–হোসনে আরা রিতা
লেখক—
হোসনে আরা রিতা
হে প্রিয়,
তোমারে ভুলিনি ভুলবো না চিরতরে
তুমি আছো আমাদের মনের মনিকোঠরে,
তোমাকে ভুলবো না কভু
তুমি এসেছো বলে দক্ষিণা বাতাস বইছে।
হে প্রিয়,
নিস্তব্ধ পৃথিবী ঘুমন্ত রাত
মাঝরাত্রে হঠাৎ দমকা হাওয়া বইছে
চারিদিকে আত্মচিৎকার বাঁচাও বাঁচাও
নির্জন আকাশে কালো ধোঁয়া ভেসে বেড়াচ্ছে ।
হঠাৎ করে আত্মচিৎকার করে ডাক আসে
কে কোথায় আছো বের হও যার যা আছে
আমাদের দেশ আমাদের আর কারো না
রক্ত যখন দিয়েছি আর রক্ত দিবো তবে এদেশের মানুষ কে মুক্তোকরে ছাড়বো।
আমরা খেটে খাওয়া মানুষ শ্রমিক ,মজুর, কৃষক, কামার, কুমার
আমরা আমাদের দেশ মুক্ত করে ছাড়বো কোনো ভিনদেশী লোক থাকতে দিবো না ,
থমকে যাওয়া জীবন প্রদীপ
আবার আলো ফিরে পেলো ।
হে প্রিয়,
ভুলবো না তোমাকে
একফোঁটা তৃষ্ণা মিটাই তোমার কারনে
তুমি বাংলাদেশ স্বাধীন করেছো বলে আজ
নতুন স্বপ্নের জাল বুনন করি
এ বুকের মাঝে।
এদেশের প্রতিটা মানুষের বুকে একটি নাম
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ,
প্রাণ দিয়ে তুমি উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছো প্রিয়
তোমাকে আমরা বড্ডবেশি ভালোবাসি।
তুমি আছো থাকবে সবার মন জুড়ে।
Please follow and like us: