চুকনগর-সাতক্ষীরা মহাসড়ক থেকে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডুমুরিয়ায় গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাত ৮টার দিকে ডুমুরিয়া থানাধীন চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের বেতাগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সেখ কনি মিয়ার নেতৃত্বে এস আই রাজিউল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে ডুমুরিয়া থানাধীন বেতাগ্রামস্থ জনৈক আজিজ শেখ এর বাড়ীর উত্তর পার্শ্বে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যানবাহন তল্লাশিকালে ২জনকে আটক করে। তারা হলেন, সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন টিকারামপুর গ্রামের কালীপদ মন্ডলের পুত্র সবুজ মন্ডল (৩৫) এবং প্রফুল্ল মন্ডলের পুত্র সুশান্ত মন্ডল (৩৫)।
এসময় তাদের দেহ তল্লাশী করে ৫০০ গ্রাম গাাঁজা ও ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা নিয়মিত চুকনগর-সাতক্ষীরা রুটে মাদকদ্রব্য সরবরাহ করে বলে জানায় গোয়েন্দা পুলিশ। এ ব্যাপারে খুলনা জেলা গোয়েন্দা পুলিমের এস আই রাজিউল আমিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে ১টি মামলা দায়ের করেছেন।
Please follow and like us: