আগস্টে শুরু হচ্ছে শ্রীলঙ্কার ‘এলপিএল’
২০১১ সালে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘এসএলপিএল’ আয়োজনের ঘোষণা দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সে বছর হয়নি, হয়েছিল ২০১২ সালে। কিন্তু পরের বছর আবার রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয় এই শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ। যা পরে আর কখনও আয়োজিত হয়নি।
প্রায় ৮ বছর পর এবার পুনরায় নিজেদের প্রিমিয়ার লিগ আয়োজনের ব্যাপারে আশাবাদী লঙ্কান ক্রিকেট বোর্ড। নতুন করে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে ‘লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।’ এরই মধ্যে এ টুর্নামেন্ট শুরুর সময়সূচিও ঠিক করে ফেলেছে আয়োজকরা।
এ বিষয়ে দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলা হবে জানিয়েছেন এসএলসি প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘আমরা আশা করছি মাননীয় প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব। আশপাশের অন্যান্য দেশের তুলনায় শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি বেশ ভালো। বিদেশি খেলোয়াড়রাও টুর্নামেন্টে অংশগ্রহণ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।’
এলপিএলে ভিন্ন পাঁচটি ফ্র্যাঞ্চাইজির পাঁচটি দলকে খেলার সুযোগ দেবে এসএলসি। বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতোই নিলামের মাধ্যমে হবে দলবাছাইয়ের প্রক্রিয়া। প্রতি দলে ছয়জন করে বিদেশি খেলোয়াড় রাখা যাবে। যার মধ্যে ম্যাচের একাদশে নেয়া যাবে সর্বোচ্চ চারজনকে।
টুর্নামেন্টের ফরম্যাট কেমন হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে দুই লেগের রাউন্ড রবিন ফরম্যাটের কথাই ভাবা হচ্ছে। যেখানে মোট ম্যাচ হবে ২৩টি। তবে ভারত যদি শ্রীলঙ্কা সফরে রাজি হয়ে যায় তাহলে টুর্নামেন্টের দৈর্ঘ্য কমিয়ে ১৩ ম্যাচে নামানো হবে।