কলারোয়ায় পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা
কলারোয়া পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
পৌরসভার অর্থ বছরে উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে ২৩ কোটি ১৪ লাখ ৫৪ হাজার ৫শত ৫৩ টাকা ৫৪ পয়সার। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২ কাউন্সিলর শেখ জামিল হোসেন, সংরক্ষিত কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মন, কাউন্সিলর রফিকুল ইসলাম, এসএম মফিজুল হক, মেজবাহ উদ্দিন লিলু, আলফাজ হোসেন, শেখ ইমাদুল ইসলাম, আকিমুদ্দিন দফাদার, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পৌর সচিব প্রমুখ।
Please follow and like us: