খুলনা বটিয়াঘাটার চাঞ্চল্যকর রহিম হত্যা মামলার আসামি খলিল সিআইডির হাতে গ্রেফতার
হত্যার পর লাশ পুতে রাখার দুই বছর পরে পুলিশ কতৃক উত্তোলনকৃত বটিয়াঘাটা থানার চাঞ্চল্যকর আঃ রহিম গাজী হত্যা মামলার এজাহার নামীয় অন্যতম আসামী মোঃ খলিল ঢালী (৪০), খুলনার সি আই ডির জালে বন্দি হয়েছে৷ খুলনা সিআইডির বিশেষ পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল কাদের এর নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক খান গোলাম ছরোয়ার, সঙ্গীয় পুলিশ পরিদর্শক শেখ শাহজাহান ও ফোর্স সহ গতকাল শনিবার গভীররাতে গোয়েন্দা সূত্রে সংবাদ পেয়ে সু- কৌশলে পাইকগাছা এলাকার কামারখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘাতক ঘটনার পর থেকেই পলাতক ছিল। মামলার এজাহার সুত্রে ও সি আই ডির কাছ থেকে জানা যায় গ্রেফতারকৃত আসামী এবং তার সহযোগি অপরাপর আসামীরা পরিকল্পিত ভাবে গত ২০১৫ সালের ২ অক্টোবর সকালে পাইকগাছা উপজেলার কামারখোলা গ্রামের আব্দুর রহিম গাজীকেআপহরণ করতঃ খুন করে বটিয়াঘাটা থানার বালিয়াডাঙ্গা গ্রামে আজম ফকিরের বাড়ীর বাগানে লাশ মাটিতে পুতে রাখে।
খোঁজ খবর করে ২ বছর পর লাশ পুলিশ মাটি খুড়ে উত্তোলন করে ময়না তদন্তের ব্যবস্থা করেন। এই আসামী অন্যান্য আসামীদের সহযোগিতায় ভূয়া ম্যাগনেট, টক্কর সাপ ও জাল টাকা এবং কিডনি পাচারের ব্যবসা করে আসছিল বলে সিআইডি জানায় । এর আগে সাতজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। একজন আসামী আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
Please follow and like us: