সোমবার সাতক্ষীরায় অনলাইন ডিজিটাল মেলা শুরু
‘কোভিড-১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার’ স্লোগানে সাতক্ষীরায় সোমবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনলাইন ডিজিটাল মেলা। সরকারি বিভিন্ন খাতের ডিজিটাল কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ মেলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। রোববার অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ‘জেলা প্রশাসনের ওয়েব পোর্টালে ‘ডিজিটাল মেলা ২০২০’ মেলায় জেলার আওতাধীন সরকারি বিভিন্ন দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রম চারটি বিষয়ভিত্তিক অনলাইন প্যাভিলিয়নের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
এবারের ডিজিটাল মেলা অনলাইন প্লাটফর্মে নিয়ে আসা হয়েছে। দর্শনার্থীরা ডিজিটাল বাংলাদেশ গড়ায় সরকারের উদ্যোগ ঘরে বসে সহজেই দেখতে পারবেন।’ জেলা প্রশাসক আরো বলেন, ‘ঘরে বসে নিজেকে সম্মৃদ্ধ করতে প্রযুক্তি’র ব্যবহার নিশ্চিত করতে হবে। সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে সাতক্ষীরা জেলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের এবং পরিবারের সুরক্ষায় আমাদের প্রযুক্তি নির্ভর হতেই হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল সেক্টরকে আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সুন্দর সাতক্ষীরা উপহার দিতে চাই।”
Please follow and like us: