মায়াবতী -হোসনে আরা রিতা
মায়াবী আমি
আছি চেয়ে চন্দ্রলোকে
বিষাদের ছায়া
মনের চোরাবালি আটকে যায় সব কিছু।
ভাবনা আমার আটকে যাই
অভিরাম , ক্রমাগত ছুটছি
মায়াজালে শেষ হবে কখন
বিদুৎচমকায় আকাশপানে
উথালপাতাল মন টি মায়াজালে আটকে আছে ।
মায়াবতী ঐ চোখের চাহনি
সূর্য অস্ত যায় অস্তরাগে,
পাহাড়ে কান্না কে ঝর্ণা বলে মায়াবতী
রিতা অপ্সরা
মায়াবী আমি
আছি চেয়ে চন্দ্রলোকে
বিষাদের ছায়া
মনের চুরাবালি আটকে যায় সব কিছু।
ভাবনা আমার আটকে যাই
অভিরাম , ক্রমাগত ছুটছি
মায়াজালে শেষ হবে কখন
বিদুৎচমকায় আকাশপানে
উথালপাতাল মন টি মায়াজালে আটকে আছে ।
মায়াবতী ঐ চোখের চাহনি
সূর্য অস্ত যায় অস্তরাগে,
পাহাড়ে কান্না কে ঝর্ণা বলে
সিক্ত জীবন চাইনি আমি।
মেঘমালা কে ডেকে বলি
নেমে,এসো আমার মায়াজালে
নির্ঘুম দু’টি চোখে,
মায়াবী জালে ঘুমপাড়ানি গান করে
ঘুমের দেশে পাঠাবো তোমাকে ।
মেঘমালা এসো চুমু দিয়ে যাই
তোমার দু’টি ঠোঁটে,
মায়াজাল বিছিয়ে আছি
এসো তবে আমার হাতে হাত রেখে
নিরুদ্দেশ হবো দুজনে
মায়াবী আমি।
সিক্ত জীবন চাইনি আমি।
মেঘমালা কে ডেকে বলি
নেমে,এসো আমার মায়াজালে
নির্ঘুম দু’টি চোখে,
মায়াবী জালে ঘুমপাড়ানি গান করে
ঘুমের দেশে পাঠাবো তোমাকে ।
মেঘমালা এসো চুমু দিয়ে যাই
তোমার দু’টি ঠোঁটে,
মায়াজাল বিছিয়ে আছি
এসো তবে আমার হাতে হাত রেখে
নিরুদ্দেশ হবো দুজনে
মায়াবী আমি।
Please follow and like us: