খাজরায় নদীতে নেটজাল ব্যবহার না করতে মাইকিং
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নদীতে নেট জাল ফেলে মাছ না ধরার জন্য মাইকিং করা হয়েছে। আজ শুক্রবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মাইকিং ব্যবস্থা করা হয়।
খাজরা ইউনিয়নের গা ঘেষে কপোতাক্ষ নদ বয়ে গেছে। এ নদে এলাকার অসংখ্য মানুষ সরকারি নির্দেশ অমান্য করে প্রতিদিন নেট জাল ধরে (পেতে) রেণু পোনা আহরণ করে থাকে। ছাটি/বাগদা, পার্শে মাছের রেণু পোনা ধরতে গিয়ে তারা সকল প্রজাতির মাছের পোনাও নিধন করে থাকে। ফলে এলাকার নদীগুলো মাছ শূণ্য হয়ে পড়ছে। সরকার নদীতে নেট জাল দিয়ে রেণু পোনা ধরা নিষিদ্ধ করে আইন প্রনয়ন করলেও এলাকার মানুষ আইনকে তুয়াক্কা না করে প্রতি বছর মাছ ধরার কাজ করে থাকে। প্রতি বছর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে প্রতিহত করার উদ্যোগ নেওয়া হয়ে থাকে। এবছরও ঐ নদ ও এলাকায় মোবাইল কোর্ট বসিয়ে মামলা, জরিমানা, জব্দকৃত মাছ নদীতে অবমুক্তকরণ ও মালামাল বিনষ্ট করা হয়েছে। অপরাধ সম্পূর্ণ ভাবে বন্ধ করতে ব্যবসায়ী ও রেণু ধরার সাথে জড়িতদের সতর্ক করার লক্ষ্যে এ মাইকিং করা হচ্ছে।